মাউস ছাড়াই চালু করুন টাস্কবারের অ্যাপ্লিকেশন

কাজের সুবিধারে জন্য আমরা আমাদের অতি প্রয়োজনীয় প্রোগ্রামগুলি টাস্কবারে পিন করে রাখি। টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশনগুলো আমরা সাধারণত মাউসের সাহায্যেই ওপেন করে থাকি। তবে শুধুমাত্র কীবোর্ডের সাহায্যেই টাস্কবারের অ্যাপ্লিকেশনগুলো চালু করতে পারেন। এজন্য কিবোর্ড থেকে উইন্ডোজ কী (Windows key)  চেপে ধরে টাস্কবারে অবস্থানরত আপনার অ্যাপ্লিকেশনটির নম্বর অর্থাৎ 1,2,3,4 বা যে নম্বরে অ্যাপ্লিকেশনটি আছে সেটা চাপুন। 


ছবিতে দেখছেন মজিলা ফায়ারফক্সের অবস্থান ১-এ। সেক্ষেত্রে উইন্ডোজ কী চেপে ধরে 1 চাপলেই ফায়ারফক্স চালু হয়ে যাবে। আর যদি 3 চাপতেন তাহলে MS Word চালু হতো।



 

Copyright @ 2013 ফর কম্পিউটার .