মনে করুণ আপনি E ড্রাইভে রান কমান্ড দিয়ে একসেস বা ওপেন করবেন তাহলে আপনাকে যা করতে হবে তা হলো
- প্রথমে রান ওপেন করুন। শর্টকাট ব্যবহার করতে চাইলে (Windows key+ R ) প্রেস করুন।
- এখন রান ওপেন হলে E:/ লিখুন এবং Enter প্রেস করুন। দেখবেন আপনার E ড্রাইভ ওপেন হয়ে গেছে।
ধরুণ E ড্রাইভ এ song নামক একটি ফোল্ডার আছে। আপনি যদি সরাসারি ফোল্ডারটি ওপেন করতে চান। তাহলে রান এ শুধু E:/song/ দিয়ে Enter দিলেই song নামক ফোল্ডার ওপেন হবে । একই ভাবে যে কোন ড্রাইভ বা ফোল্ডার একসেস বা ওপেন করতে পারবেন ।