সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড পদ্ধতি

আমরা সাধারণত ইউটিউব বা যে কোন ভিডিও ওয়েব সাইট থেকে ভিডিও ডাউনলোক করার জন্য আইডিএম বা অন্য কোন ডাউনলোডার ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে ডাউনলোডার সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যার ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড পদ্ধতিঃ

  • ইউটিউব বা যে কোন ভিডিও ওয়েব সাইটে যান।


  • পছন্দ মত ভিডিও চালু করুন। তারপর এড্রেস বার এ গিয়ে www. এর পর ss সংযুক্ত করে দিন ।



  •  এখন আপনি নিচের প্রদর্শিত পেজের মত একটি পেজ পেয়ে যাবেন।




  • এখন আপনি যে ফরমেটে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ফরমেটে ক্লিক করে  ডাউনলোড করতে পারেন ।





  • সর্বশেষ ডাউনলোড উইন্ডোটি আসলে Save file এ ক্লিক করে OK করুন।






 

Copyright @ 2013 ফর কম্পিউটার .