ফেসবুকে Poke এর প্রকৃত অর্থ ও কাজ

যারা ফেসবুকে Poke শব্দটি প্রথম দেখেছেন তারা হয়তো কৌতুহল মেটাতে অবিধানে খোঁজ খবর নিয়েছেন। ইংরেজিতে Poke মানে খুঁচানো অর্থে ব্যবহার হলেও  কিন্তু ফেসবুকে Poke শুধু কাউকে খুঁচানোর জন্য ব্যাবহার হয় না। 


আবার অনেকেই মনে করেন Poke করা মানে হল কাউকে বিরক্ত করা। আমরা কাউকে সামনে পেলে সাধারণত "হ্যালো! কি খবর?" এমনটা বলে থাকি। Poke করলেও ঠিক এই কাজটিই করা হয়। ফেসবুকে Poke মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা। যাই হউক, এটা হচ্ছে Poke এর সাধাণত অর্থ।

ফেসবুকে Poke করার সুবিধাঃ

কোন অপরিচিত লোক যে আপনার ফ্রেন্ড লিস্টে নাই, সে যদি আপনাকে Poke করে আর তার জবাবে আপনিও যদি তাকে Poke করেন। তাহলে সেই ব্যাক্তি তিন দিন পর্যন্ত আপনার প্রোফাইলের সব ছবি এবং স্ট্যাটাস দেখতে পারবে। 

এখানে বিষয়টি হলো, যদি আপনার ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Public" দেওয়া থাকে তাহলে আর Poke করা দরকার হবে না, এমনিতেই সবাই সবকিছু দেখতে পারবে। কিন্তু আপনার যে ছবি বা স্ট্যাটাসের প্রাইভেসি "Friends of Friend" অথবা Friends দেওয়া থাকে তবে Poke এবং Poke Back করার মধ্য দিয়ে একে অপরের সম্মতি নেয়া বুঝাবে।


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .