একসঙ্গে একাধিক লেখা কপি ও পেস্ট সফটওয়্যার

সাধারণত কম্পিউটারে পর পর দুটি  লেখা কপি করলে শুধুমাত্র সর্বশেষ কপি করা লেখাটি পেস্ট করা যায়। কিন্তু কখনো কাজের খাতিরে একসঙ্গে আলাদা আলাদা একাধিক লাইন বা শব্দ কপি করার দরকার হতে পারে। তাই এখন চাইলেই আপনি এ কাজটি ক্লিপএক্স সফটওয়্যার দিয়ে করতে পারবেন। ক্লিপএক্স ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ এক হাজার ২৪টি লেখা কপি করে প্রয়োজনে সেগুলোকে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন। এটি মাত্র ১০২ কেবি সাইজের তাই সহজেই ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক

 ডাউনলোড করতে পাচ্ছেন না? ক্লিক করুন...

 ব্যবহারবিধিঃ

  • ডাউনলোড করার পর ইনস্টল করুন। 
  • ইনস্টল হওয়ার পর উইন্ডোজের টাস্কবারে সফটওয়্যারটি দেখতে পাবেন।
  • সেখানে ডান ক্লিক করে Configure চাপুন।
  • এখন General-এর Remember the last ঘরে একসঙ্গে কতগুলো লেখা কপি করতে চান তার সংখ্যা নির্ধারণ করে দিন। তারপর OK করুন।
  • এবার যে লেখাগুলো কপি করতে চান, সেগুলোকে নির্বাচন করে পর্যায়ক্রমে কপি করুন (Ctrl + C)  কপি করে নিন। 
  • এবার এমএস ওয়ার্ড বা লেখালেখির যেকোনো সফটওয়্যার চালু করে Ctrl + Shift + Insert চাপুন। অথবা টাস্কবারে সফটওয়ারটির আইকনে ক্লিক করলে  যতগুলো লাইন বা শব্দ কপি করেছিলেন তার তালিকা প্রদর্শিত হবে।
  • সর্বশেষ প্রয়োজনীয় কপি নির্বাচন করে ব্যবহার করতে পারবেন।


 

Copyright @ 2013 ফর কম্পিউটার .