ব্লগ থেকে "লেবেলটি সহ পোস্ট দেখানো হচ্ছে। সকল পোস্ট দেখুন" মুছে ফেলুন!

নতুন ব্লগার ব্লগ ব্যবহারকারীদের জন্য এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। ব্লগ পোস্টকে আকর্ষনীয় ও সহজ দৃশ্যমান করতে হলে পোস্ট লেবেল ব্যবহারের বিকল্প নেই। আপনার পোস্টগুলো মনের মত করে গোছানো ভাবে উপস্থাপন করতে ছোট ছোট অনেক বিষয়ের পরিবর্তন ও সংযোজন করতে হবে। খেয়াল করে দেখুন আপনার পোস্ট লেবেল যখন প্রদর্শিত হয় তখন " লেবেলটি সহ পোস্ট দেখানো হচ্ছে । সকল পোস্ট দেখুন" ডায়লগটি উপরে প্রদর্শিত হয়। আপনি চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করে "লেবেলটি সহ পোস্ট দেখানো হচ্ছে । সকল পোস্ট দেখুন" লেখাটিকে মুছে ফেলতে পারেন।


পদ্ধতিঃ
  • প্রথমে ব্লগে লগিন করুন।
  • template এ যান।
  • Edit HTML এ ক্লিক করুন।
  • Ctrl+F শটকাট ব্যবহার করে নিচের কোডটি খুজুন।
<b:include data='top' name='status-message'/>

  • উপরোক্ত কোডটি খুজে পেলে সেটিকে মুছে সেখানেই নীচের কোডটি বসিয়ে দিন।
<!--<b:include data='top' name='status-message'/>-->

  • সবশেষে Save Template এ ক্লিক করুন। 




 

Copyright @ 2013 ফর কম্পিউটার .